আন্তর্জাতিক উন্নয়ন ও দাতা সংস্থা মুসলিম এইড এর আর্থিক সহায়তায় এবং জাতীয় বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিও-এর মাধ্যমে বাস্তবায়নে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ০৫টি স্কুলে সিবিএম প্রকল্প (CBM-Community Based Model) বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় ১,৪৬৪ জন শিক্ষার্থীর মধ্য হতে ৩৪৩ জন হতদরিদ্র পরিবার বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করে পরিবারগুলোর টেকসই জীবিকায়নে ও শিক্ষার্থীদের লেখা পড়া চলমান রাখতে আর্থিক সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১৫,০০০ টাকা (পনের হাজার), সর্বমোট ৫১,৪৫,০০০ টাকা (একান্ন লক্ষ পয়তাল্লিশ হাজার) নগদ এর সহায়তায় মোবাইল মানি ট্রান্সফার পদ্ধতিতে বিতরণ করা হয়।
সিবিএম (CBM-Community Based Model) প্রকল্পের অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে- শিক্ষার গুনগত মানোন্নয়ন শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষকদের প্রশিক্ষণ, ভবন নির্মান ও মেরামত, স্কুল মাঠ উঁচুকরণ, বালিকা ও প্রতিবন্ধি সহায়ক ওয়াস বøক তৈরী, স্কুলে থান্ডারবোল্ড স্থাপন, খেলাধুলার সামগ্রী বিতরণ, কো-কারিকুলার (ডিবেট, কুইজ ও চিত্রাংকন) কার্যক্রম, ছাতা, হাইজিন ও কোভিড প্রতিরোধ সামগ্রী বিতরণ ইত্যাদি।